করোনার সঙ্গে লড়াইয়ে সামিল ডেঙ্গু-ম্যালেরিয়াও, কীভাবে মোকাবিলা করবেন, গাইডলাইন দিল কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: সারা দেশ এইমুহূর্তে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। তবে কেবল করোনাভাইরাসের কথা ভেবে ভেবে বাকি ডেঙ্গু, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, চিকুনগুনিয়ার মতো অন্যান্য মরশুমি ব্যাধির কথা ভুলে গেলে চলবে না। তাই সরকারের তরফে এইসমস্ত রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষ গাইডলাইন প্রকাশ্যে এনেছে।
বিশেষজ্ঞারা জানিয়েছেন করোনা ছাড়াও এইসব আনুষঙ্গিক রোগগুলি কিন্তু করোনার হলেও তার সঙ্গেই থেকে যেতে পারে আপনার শরীরে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে যে, করোনা মামলায় (i) জ্বর এবং কাশি শুরু হওয়ার একটা প্রবণতা থাকতে পারে এবং (ii) নিম্নলিখিত তিনটি বা ততোধিক লক্ষণের সূত্রপাত হতে পারে, যেমন জ্বর, কাশি, সাধারণ দুর্বলতা / অবসন্নতা, মাথাব্যথা, পেশীর ব্যথা, গলা ব্যথা, শ্বাসকষ্ট, খিদে না পাওয়া / বমি বমি ভাব, ডায়রিয়া, পরিবর্তিত মানসিক অবস্থা।
এ সংক্রান্ত নির্দেশিকা পড়ুন এই লিঙ্কে ক্লিক করে- সরকারি নির্দেশিকা
Post a Comment