আসছে শীত, করোনা মোকাবিলায় বিদেশ থেকে ১ লক্ষ মেট্রিকটন তরল অক্সিজেন কিনছে কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: শীতে বাড়তে পারে করোনার প্রকোপ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই শীতকালে যাতে অক্সিজেনের ঘাটতি না হয়, তার জন্য প্রস্তুতি হিসাবে আগে থেকেই তরল অক্সিজেন আমদানি করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শীতকালে করোনা বাড়লে অক্সিজেনের চাহিদা বাড়তে পারে, সেজন্যই আগে থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, মার্চ মাসে হোটা দেশ লকডাউন হওয়ার আগে, দেশে প্রতিদিন প্রায় ৬,৪০০ মেট্রিক টন অক্সিজেনের উৎপাদন করা হত, যার মধ্যে প্রায় ১,০০০ মেট্রিক টন প্রতিদিন চিকিৎসার জন্য ব্যবহার করা হত, বাকিগুলি বিভিন্ন শিল্পে কাজে লাগত। আনলক পদ্ধতি শুরু হওয়ার পর দেশের শিল্প পুনরায় চালু হওয়ার পর গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের দৈনিক অক্সিজেন উৎপাদন বেড়ে হয়েছে ৭,০০০ মেট্রিকটন, যার মধ্যে ৩,০৯৪ মেট্রিকটন কেবল ব্যবহার করা হয় কোভিড এবং নন-কোভিড রোগীদের জন্য, যা এখনও পর্যন্ত চাহিদা পূরণের পক্ষে যথেষ্ঠ।
তবে শীতকালে যদি চাহিদা বাড়ে, সেই চাহিদা অনুসারে যাতে যোগান দেওয়া সম্ভব হয়, সেই কারণেই কেন্দ্রের তরফে বিদেশ থেকে ১ লক্ষ মেট্রিকটন পরিমাণ অক্সিজেন আমদানি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
Post a Comment