বিহার নির্বাচনে অনুঘটক গুপ্তেশ্বর মিশ্র


Odd বাংলা ডেস্ক: জল্পনা সত্যি করে শেষপর্যন্ত নীতীশের সঙ্গেই হাত মেলালেন বিহারের প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। শনিবারই পাটনায় জেডিইউয়ের সদর দপ্তরে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সদ্য স্বেচ্ছাবসর নেওয়া পাণ্ডে। রবিবার নীতীশের হাত ধরেই বিহারের শাসকদলে যোগ দিলেন পাণ্ডে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি লড়তে পারেন বলে মনে করা হচ্ছিল। 

এদিন তিনি নীতীশের দলে যোগ দেওয়ায় সেই জল্পনা আরও গাঢ় হল বলে মনে করছে রাজনৈতিক মহল। শনিবারই নীতীশের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে পাণ্ডে বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি। আমি তাঁর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। তাই তাঁকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। 

যখন রাজনীতিতে যোগ দেব সবাই জানতে পারবে।” তবে তা যে সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করার জন্য বলেছিলেন তা আর বলার অবকাশ রাখে না। রবিবারই তিনি নীতীশের হাত ধরে যোগ দিলেন জেডিইউয়ে। বিহার ভোটে বিজেপির সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হলেই গুপ্তেশ্বর কোন আসনে ভোটে দাঁড়াবেন সেটা স্পষ্ট হয়ে যাবে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.