অপরাধ দমনে ব্যর্থ যোগী সরকার! উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব আইনজীবিরা



Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণ এবং খুনের বিরুদ্ধে গলা তুলেছে তামাম দেশ। ২০ বছরের দলিত তরুণীকে নৃশংস অত্যাচার, গণধর্ষণ, খুন এবং তরাতের অন্ধকারে পরিবারের অনুপস্থিতিতে তাঁর দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় যোগী সরকারের নিন্দায় সরব গোটা দেশ! উত্তরপ্রদেশের কয়েকশো আইনজীবি বৃহস্পতিবার যোগী সরকারের উৎখাতের দাবিতে সরব হয়। 

আইনজীবিরা দাবি তুলেছেন, উত্তরপ্রদেশে এক তরুণীর ওপরল যে অত্যাচার করা হয়েছে, তা গোটা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করেছে। যোগী সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। আর সেই কারণেই আদিত্যনাথ সরকারকে অপসারণ করে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন আইনজীবিরা।  এদিন আইনজীবিরা রাষ্ট্রপতির উদ্দেশে একটি স্মারকলিপি লিখে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসনের আবেদন জানিয়ে তা জমা দেন জেলাশাসক অজয়শংকরের কাছে। 


এদিনের মিছিলেও ছিল সরকার বিরোধী স্লোগান। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল পুড়িয়ে দেন আইনজীবিরা। যোগী সরকারের বিরুদ্ধএ তাঁদের অভিযোগ যে, মহিলাদের ওপর হওয়া অত্যাচার রুখতে কার্যত ব্যর্থ যোগী সরকার। শুধু তাই নয়, রাজ্যর অপরাধ দমনেও একপ্রকার ব্যর্থ যোগী সরকার। 
Blogger দ্বারা পরিচালিত.