যোগীর নির্দেশের পরেও সিবিআই তদন্তে আস্থা রাখছে না হাথরাস নির্যাতিতার পরিবার

Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরাস গণধর্ষণ ও হত্যা মামলার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তদন্তের নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টা পরে, নির্যাতিতার ভাই এক জানিয়েছেন, যে তাঁরা সিবিআই তদন্তের দাবি জানানি কারণ এসআইটি ইতিমধ্যে মামলার তদন্ত করছে।

এর আগে শনিবার হাথরাসের গণধর্ষণের শিকার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করার পরে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়া একটি সরব্ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, যে তাঁরা (পরিবার) এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চান এবং জেলাশাসকের পদত্যাগ চান। তিনি আরও বলেন, পরিবার নিরাপত্তা চায়। অন্যদিকে হাথরাসে ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিশ্বের কোনও শক্তিই তাঁদের পরিবারের কণ্ঠ রোধ করতে পারবে না। 

প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়া আরও যোগ করেন, পরিবাক শেষবারের মতো তাঁদের মেয়েকে দেখতে পেল না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাঁর দায়িত্ব বুঝতে হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এ লড়াই তাঁরা চালিয়ে যাবেন বলেও জানান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.