চাই নিরাপত্তা, তাই দিল্লিতে চলে যেতে চান হাথরাস কাণ্ডে নির্যাতিতার পরিবারের সদস্যরা

Odd বাংলা ডেস্ক: গণধর্ষণ এবং নির্মম শারীরির নিগ্রহের জেরে মৃত্যু হয়েছিল হাথরাসের ১৯ বছরের এক দলিত তরুণীর। তারপর থেকে জল গড়িয়েছে অনেক দূর। পরিবারের অনুপস্থিতিতে রাতের অন্ধকারে তরুণীর মৃতদেহ জালিয়ে দিয়েছিল যোগী পুলিশ। আর এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন হাথরাসের নির্যাতিতার পরিবার। তাই তাঁরা হাথরাসের গ্রাম থেকে দিল্লিতে চলে আসতে চান। গণধর্ষণে নির্যাতিতা তরুণী ১৪ দিন ধরে লড়াই করার পর হাসপাতালেই মারা যান।

আরও পড়ুন- নগ্ন শরীর, মুুখ দিয়ে রক্ত পড়ছে- এভাবেই উত্তরপ্রদেশের গণধর্ষণের শিকার দলিত তরুণীকে উদ্ধার করেছিল তাঁর মা!

শনিবার নির্যাতিতা ওই তরুণীর ভাই সাংবাদিকদের জানিয়েছে, যে তাঁর পরিবার গ্রাম থেকে রাজধানীতে স্থানান্তরিত হতে চান এবং সেখানে থেকেই ন্যায়বিচারের জন্য তাদের লড়াই চালিয়ে যেতে চান। শুধু তাই নয়, নিরাপত্তার কারণেও তাঁরা দিল্লি স্থানান্তরিত হতে চান বলে জানান তাঁরা।  নির্যাতিতার পরিবারের আইনি পরামর্শদাতা সীমা কুশাওয়া সাংবাদিকদের জানান যে, তাঁর পরিবারের লোকরা মামলাটি উত্তরপ্রদেশের বাইরে ট্রান্সফার করাতে চান। নির্যাতিতার পরিবার চান মামলাটি দিল্লি কিংবা মুম্বইয়ে স্থানান্তরিত করা হোক।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.