অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে কেন করা হয় সন্ধিপুজো, জানুন এর মাহাত্ম্য



Odd বাংলা ডেস্ক: অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে করা হয় বলে এর নাম সন্ধিপুজো। আরও নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিট ধরে মোট ৪৮ মিনিট সময় নিয়ে সন্ধি পুজো করা হয়ে থাকে। দুর্গাপুজোর সময় এই সন্ধিপুজোর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। 

পুরাণ মতে, অসুরদের সঙ্গে যুদ্ধের সময়ে দেবী অম্বিকার কপালে থাকা তৃতীয় নয়ন থেকে প্রকট হয়েছিলেন দেবী কালিকা। আবার এমনটাও  বলা হয়ে থাকে, পরাক্রমী অসুর রক্তবীজের সমস্ত রক্ত এই সন্ধি মুহূর্তেই দেবী চামুণ্ডা কালিকা খেয়ে ফেলেছিলেন। তাই পণ্ডিতদের ব্যাখ্যায়, এই সন্ধিক্ষণ চলাকালীন সময়ে মা দুর্গার অন্তর থেকে সমস্ত স্নেহ, মমতা অদৃশ্য হয়ে যায়। সেই কারণেই সন্ধি পূজার সময়ে দেবীর দৃষ্টি পথ পরিষ্কার রাখা হয়, এইসময় চামুণ্ডা দুর্গার চোখের সামনে দাঁড়াতে নেই।

অনেক জায়গায় এই সন্ধিপূজার সময় পশু বলি দেওয়ার প্রথা রয়েছে। যেখানে পশুবলি হয় না, সেখানে কলা, আঁখ, চালকুমড়ো ইত্যাদিও বলি দেওয়া হয়। সন্ধিপুজোর এই বলি দান অষ্টমী তিথিতে হয় না, তা হয় সন্ধি পুজোর প্রথম দণ্ড অর্থাৎ অষ্টমীর শেষ ২৪ মিনিট পার হওয়ার পরেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.