এটাই কি পৃথিবী ধ্বংসের ইঙ্গিত?
Oddবাংলা ডেস্ক : দৈত্যাকার গহ্বর! তা দেখে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা বিশ্বে। শোরগোল পড়ে গিয়েছিল রাশিয়ায়। ঘটনাটি কী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
রাশিয়ার বভেনস্কিকে প্রাকৃতিক গ্যাসের খনির কাছ এই দৈত্যাকৃতির গহ্বরের দেখা মেলে। কী কারণে এই গহ্বর তৈরি হয়েছে তা নিয়ে ধোঁয়াশায় গবেষকরা। স্থানীয় টিভি চ্যানেলে এই গহ্বরকে ‘পৃথিবীর ধ্বংসের সূচনা’ বলে চিহ্নিত করেছেন।
অনেকে এও মনে করছেন, মাটির নিচে কোনও বিস্ফোরণে জন্যও এরকম গহ্বর তৈরি হতে পারে। অত্যুৎসাহীদের দাবি, কোনও উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে এই বিশাল গহ্বরের। যদিও বিজ্ঞানীরা এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। ক্যামেরায় তোলা ছবিতে দেখা যাচ্ছে, গহ্বরটির ব্যাসার্ধ প্রায় ১০০ মিটার। তবে ঘটনা যাই হোক, এই বিশাল গহ্বর দেখে আতঙ্কে গোটা বিশ্ব। অনেকের প্রশ্ন, গোটা বিশ্ব ধ্বংসের এটা কোনো ইঙ্গিত নয় তো?
Post a Comment