জল্লাদ হতেও লাগে যোগ্যতা! ইচ্ছে থাকলে বিস্তারিত জানুন..

Oddবাংলা ডেস্ক : জল্লাদ হওয়ার শখ? শুধু শখ থাকলে তো হবেনা। যোগ্যতাও থাকতে হবে। যে কেউ চাইলেই ফাসুরে হতে পারে না। অনেক সময় যোগ্যতা সম্পন্ন জল্লাদ না থাকার কারণে অনেক ফাঁসির সাজা প্রাপ্ত আসামিরা জেলে আগের অবস্থাতেই থেকে যাচ্ছে। তবে একজন জল্লাদ হতে গেলে কী কী যোগ্যতা থাকা দরকার তা জেনে রাখা উচিত। চলুন তবে জেনে নেওয়া যাক এই সম্পর্কে কিছু তথ্য-  

ফাসুরেকে অবশ্যই উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে। তার ওজন হতে হবে ৭০ থেকে ৮০ কেজির মধ্যে। যথেষ্ট পরিমাণ শক্তি থাকা প্রয়োজন একজন জল্লাদের। সেই সঙ্গে থাকতে হবে অধিক সাহস ও শক্ত মন মানুসিকতা। কারণ ফাঁসি দেয়া খুবই হৃদয়বিদারক একটি কাজ।

তাই এইসবগুলো যোগ্যতা যদি নিজের মধ্যে থাকে তবেই জল্লাদ হওয়ার চিন্তা করা যেতে পারে। নাহলে জল্লাদ হওয়ার স্বপ্ন ছেড়ে দিন। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.