পুজোর সময় খোলা থাকবে কালীঘাট মন্দিরের দ্বার, ষষ্ঠী থেকে দশমী প্রবেশ করা যাবে গর্ভগৃহে
Odd বাংলা ডেস্ক: পুজোর সময় খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের দরজা। পুজোর পাঁচটা দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমীর দিন পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মন্দিরের ২ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে ভক্তদের।
ওই ক'টা দিন প্রবেশ করা যাবে মন্দিরের গর্ভগৃহেও। তবে দু'জন মানুষের সঙ্গে নুন্যতম ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। মন্দিরের গর্ভগৃহ খোলা থাকলবে সকাল ৬টা থেকে দুপুর ১টা, আবার বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত।
কালীঘাটের আটচালায় যে দুর্গাপুজো হয়, তা দেখার জন্য দর্শনার্থীদের মন্দিরের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। এক জায়গায় যাতে বেশি মানুষের ভিড় না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।
Post a Comment