শচীন দেব বর্মনকে আঘাত দিয়েছিলেন লতা মঙ্গেশকর, অহংকারে হয়েছিলেন অন্ধ

Odd বাংলা ডেস্ক: আজ জন্মদিন এই বিখ্যাত ব্যক্তিত্বের। কিন্তু তিনি একবার খুব দুঃখ কষ্টে বলিউড ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।মুম্বইয়ে শচীন কর্তার খুব প্রিয় মহিলা শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর | লতার কথা উঠলেই তিনি বলতেন, 'আমায় হারমোনিয়াম দে | লতাকে এনে দে | আর আধা ঘন্টা সময় দে | আমি সুর করে দিচ্ছি |' লতাজির ওপর এতটাই ভরসা করতেন যে গীতা দত্ত প্রথম পছন্দ হলেও যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চালাতেন লাতাজির উপর | 

আরও পড়ুন: ভারত ভূষন, রাজপ্রাসাদ থেকে ফুটপাথে নেমে এসেছিলেন যে বলিউড হিরো

তাঁর মতে, 'ওই মাইয়া আমায় জাদু করসে | ওরে ছাড়া আঁধার দেহি আমি.' পরে এই লাতাজি-ই প্রচন্ড অপমান করেছেন শচীন কর্তাকে | কোনো সুরকার কখনও নিজের তৈরি স্বরলিপি কাছছাড়া করেন না | শচীন কর্তা-ও এটাই করতেন | কিন্তু লাতাজি যখন সুরের দুনিয়ার মধ্য গগনে তখন বেয়াড়া আবদার করেছিলেন | তাঁর দাবি, গানের নোটেশন তাঁর হাতে ছেড়ে দিতে হবে | প্রয়োজনে তিনি সুর এদিক-ওদিক করে নেবেন | এই দাবি মানা কোনো সুরকারের পক্ষে সম্ভব? বিশেষ করে শচীন কর্তার মতো রাজবংশীয় ঘরানার মানুষ | যিনি বরাবরের স্বাধীনচেতা |


সুরের স্বরলিপির দখলদারি নিয়ে প্রথম দ্বন্দ্বের শুরু | কর্তা লতাজিকে ভালো করে বোঝানোর চেষ্টা করলেন, এই আবদার মানা সম্ভব না | জিদ্দি লতাজিও অনড় তাঁর চাহিদা থেকে | নিরুপায় কর্তা বাধ্য হয়ে লতাজির বদলে নিলেন তাঁর বোন আশা ভোঁসলেকে | সেই সময় শচীন দেবের মতো অনেকেই লতাজিকে তাদের গান থেকে বাদ দিয়েছিলেন | এই ধাক্কায় মন ভেঙ্গে গিয়েছিল কর্তার |

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.