লক্ষ্মীপুজোয় কেমন আলপোনা দেবেন আপনার ঘরে, রইল তার টিপস


Odd বাংলা ডেস্ক: লক্ষ্মীপুজো মানেই ধূপ-দ্বীপ-আলপোনা সহযোগে মায়ের আবাহন। আলপোনা কিন্তু লক্ষ্মীপুজোর একটা বিরাট অংশ জুড়ে রয়েছে। তাই আর দেরি না করে দেখে নিন একের পর এক সমস্ত আলপোনার ডিজাইন।

ঠাকুরের আসনের সামনে বেশ বড় জায়গা থাকলে বড় করে এমন কলকা ডিজাইন তুলতে পারেন। 

যদি চওড়ায় বড় জায়গা পাওয়া যায়, তাহলে এমন অর্ধচন্দ্রাকৃতি করে এমন আলপোনা আঁকতে পারেন। 

যদি রঙ্গোলি দিয়ে আলপোনা দিতে চান, তাহলে এমন ঠাসা কাজের আলপোনা দিতে পারেন।

লক্ষীপুজো মানেই মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকাটা মাস্ট। আর তাই এক পাশ বরাবর লাইন ধরে এমন আলপোনা আঁকতেই পারেন।

চিরাচরিত এই আলপোনার ডিজাইন খুবই সাবেকি। ঠাকুর ঘরের মাঝে এমন আলপোনা দিতেই পারেন। 


এটাও মা লক্ষ্মীর পায়ের আলপোনার একটা ডিজাইন, তবে একটু অন্যরকম। 

মা লক্ষ্মীর পা ওআঁকতে সমস্যা হচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই কাজে আসবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.