৩ টাকা, ৪ টাকা, সর্বোচ্চ ৪৯ টাকা করে মাস্কের দাম বেঁধে দিল এই রাজ্যের সরকার
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধ করতে মাস্ক ব্যবহার করাটা সবচেয়ে জরুরী। আর সেই কারণেই মাস্কের দাম বেঁধে দিল মহারাষ্ট্র সরকার। একাধিক জায়গা থেকে অভিযোগ আসছিল যে, মাস্কের যথেচ্ছ দাম নেওয়া হচ্ছে, আর সেই কারণেই এবার থেরে এন-৯৫, দ্বি-স্তরীয় এবং ত্রি-স্তরীয় মাস্কের দাম বেঁধে দিল সরকার।
দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য দ্বিস্তরীয় মাস্কের দাম ৩ টাকা, ত্রিস্তরীয় মাস্কের দাম ৪টাকা এবং এন-৯৫ মাস্কের দাম ১৯ থেকে ৪৯ টাকার মধ্যে বেঁধে দিল মহারাষ্ট্র সরকার। এবার থেকে আর কোনও দোকানদার এর চেয়ে বেশি টাকায় মাস্ক বিক্রি করতে পারবেন না।
রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে এই ঘোষণা করে এক বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো রুখতে রাজ্য সরকার সকলকে মাস্ক পরতে বলছে। যাঁরা পড়বেন না, তাঁদের জরিমানা হবে, দেওয়া হবে শাস্তিও। তাই মাস্কের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখতে হবে। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী মাস্কের দাম বেঁধে দেওয়ার উদ্যোগটিকে অনুমোদন দিয়েছেন। রাজ্যে মহামারী আইন বহাল থাকা পর্যন্ত মাস্কের এই নির্ধারিত দাম সব মাস্ক নির্মাতা কোম্পানি, ডিস্ট্রিবিউটর, খুচরো দোকানদারদের ক্ষেত্রে কার্যকর থাকবে। তাঁদের বলা হয়েছে, দোকানের বাইরে বোর্ড টাঙিয়ে তাতে মাস্কের দাম লিখে রাখতে হবে।
Post a Comment