হাতের তালু চুলকালেই নাকি টাকা আসে! তবে সমুদ্রশাস্ত্র বলছে অন্য কথা..

Odd বাংলা ডেস্ক: বাঁ হাত চুলকোলে খরচ বাড়ে। আবার ডান হাত চুলকোলে নাকি অর্থ আসে হাতে। 

বাঁ হাত চুলকালে কাঠের টুকরো দিয়ে হাত ঘষলে হাত চুলকোনো বন্ধ হয়ে যায়। কিন্তু এর সবটাই কি কুসংস্কার? 

হাতে চুলকানোর অর্থ হাতের মধ্যে নতুন কোনও শক্তির সঞ্চার হচ্ছে। এই হাত সাধারণত গ্রহণের কাজে লাগে। অন্যদিকে ডানহাত সব সময়ে কাজে সক্ষম। বলা যেতে পারে বাঁ হাত গ্রাহকের কাজ করে, আর ডান হাত দাতার।

তাই শুধু অর্থ নয়। সমুদ্রশাস্ত্র বলছে, বাঁ হাত চুলকোলে বুঝবেন আপনার জীবনে নতুন কোনও শক্তির প্রবেশ ঘটতে চলেছে। আবার ডান হাতের তালু চুলকানোর মানে দেহে শক্তির ক্ষয় হচ্ছে। তবে শক্তির এই ক্ষয়ের বিনিময়ে আপনার জীবনে কিছুর আগমন হতে পারে, তাও জানাচ্ছে শাস্ত্র। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.