ভিন্ন ভাষায় কথা বলে এই গ্রামের নারী-পুরুষ!

Odd বাংলা ডেস্ক: দক্ষিণ নাইজেরিয়ার উবাং। এই গ্রামে নারী ও পুরুষের ব্যবহৃত ভাষা ভিন্ন। যেমন মিষ্টি আলুকে নারীরা বলে ‘উরুই’, অথচ পুরুষরা ভলে ‘ইতং’। এমনই অনেক আলাদা আলাদা শব্দ ব্যবহার করে নারী ও পুরুষ। ঠিক কী কারণে আলাদা শব্দ ব্যবহার করে নারী ও পুরুষ, সে বিষয়ে অবশ্য নিশ্চিত হওয়া যায় না।

ওই এলাকার ভাষা নিয়ে গবেষণা করেন বিশেষজ্ঞ চি চি উন্দি। তিনি জানান, ব্রিটিশ ও আমেরিকান ইংরেজি যেমন আলাদা, এখানে ব্যাপারটা তেমন নয়। এই দুই ভাষা আরও বেশি আলাদা একে অপরের থেকে। কিন্তু তারপরেও এ গ্রামের নারী ও পুরুষ একে অপরের সাথে কথা বলার সময়ে কোনো সমস্যাই হয়না। এর কারণ হলো, শিশুরা ১০ বছর বয়স পর্যন্ত মায়ের কাছে বড় হয়, ফলে ছেলে ও মেয়ে উভয়েই নারীদের ভাষাটি শিখে যায়। কিন্তু ১০ বছর বয়সের পর ছেলেরা পুরুষ ভাষাটি ব্যবহার শুরু করে।

উবাং গ্রামের মানুষ দাবি করে, নারী ও পুরুষের জন্য আলাদা ভাষা থাকাটা ইশ্বরের ইচ্ছা। তবে বিশেষজ্ঞ উন্দি মনে করেন, নারী ও পুরুষের মাঝে বিভেদ অনেক বেশি এই সংস্কৃতিতে। সেখানে নারী ও পুরুষ একেবারেই আলাদা জীবন যাপন করেন। এ কারণেই তাদের ভাষাটিও আলাদা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.