মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের প্রাক্তন স্ত্রী যোগীতা বালির বিরুদ্ধেও
Odd বাংলা ডেস্ক: মহাগুরু মিঠুন চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী যোগীতা বালি এবং ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ, পাশপাশি মহাক্ষয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, ৩৮ বছর বয়স্ক ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ওশিওয়ারা পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগকারিনী জানিয়ছেন, যে তিনি ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মহাক্ষর চক্রবর্তীর সাথে সম্পর্কে ছিলেন এবং সেই সময়ে তিনি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি, আরও জানিয়ে তাঁদের সম্পর্কের সময় তিনি আন্ধেরি ওয়েস্টে আদর্শ নগরে মহাক্ষায়-এর ফ্ল্যাট দেখতে গিয়েছিলেন, সেই ফ্ল্যাটটি তিনি ২০১৫ সালে কিনেছিলেন। সেখানে তাঁকে পানীয় অফার করা হয় এবং তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করা হয়।
মহিলা আরও অভিযোগ করেন, এরপর তিনি যখন গর্ভবতী হয়েছিলেন, তখন মহাক্ষয় তাঁকে সন্তানের গর্ভপাত করতে বলেন এবং তাকে বিভিন্ন ওষুধও দিতেন। তিনি আরও বলেন, বারবার তাঁকে বিয়ের কথা বললেও কোনও লাভ হয়নি। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে, মহাক্ষ তাঁকে জানিয়ে দেন যে, তিনি বিয়ে করতে পারবেন না। এরপর তিনি যখন মহাক্ষয়কে বার বার ফোন করতেন তখন তাঁর মা যোগিতা বালি তাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এরপর তাঁদের বিরুদ্ধে ৩৭৬ ধারা (ধর্ষণ), ৩১৩ ধারা (নারীর সম্মতি ব্যতীত গর্ভপাত ঘটানো) এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়। পরে দিল্লির একটি আদালত এই মামলায় মহাক্ষয় এবং তাঁর মা যোগীতা বালির জামিন মঞ্জুর করেন।
Post a Comment