দেশে করোনা মহামারি শুরুর ন'মাস পর পশ্চিমবঙ্গে চলতে থাকা গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করল কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: দেশজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার নয় মাস পরে অবশেষে সরকার স্বীকার করে নিল যে দেশের একাধিক জায়গায় চলছে গোষ্ঠী সংক্রমণ।
পশ্চিমবঙ্গে গোষ্ঠী সংক্রমণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন যে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি জানিয়েছে যে, বাংলার বিভিন্ন অঞ্চল থেকে গোষ্ঠী সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে যেখানে ঘনবসতিযুক্ত অঞ্চল রয়েছে, সেখানে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা রয়েছেই। তবে তা কয়েকটি রাজ্যের কয়েকটি জেলার মধ্যেই সীমাবদ্ধ।
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে এর আগেই গোষ্ঠী সংক্রমণের কথা বলা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, রাজ্যে এখন করোনা সংক্রমণে স্টেজ থ্রি-তে রয়েছে। তবে একবার যদি পরিস্থিতি স্টেজ ফোর-এর পৌঁছে যায়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
গোষ্ঠী সংক্রমণ এমন এক পর্যায়ে যখন সংক্রমণটি একটা ব্যাপক আকার ধারণ করে, যেখানে ইনডেক্স পেশেন্ট কে তাকে খুঁজে বের করাটা মুশকিল হয়ে দাঁড়ায়। অর্থাৎ সংক্রমণের উৎস এবং চেইনকে আর প্রতিষ্ঠা করা যায় না। প্রকৃতপক্ষে, ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার কর্তৃক নিযুক্ত একটি কমিটি তার গণনায় এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, দেশের কমপক্ষে ৩০ শতাংশ মানুষের শরীরেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।
Post a Comment