করোনা আবহে বেলুর মঠের দুর্গাপুজোয় সাধারণের প্রবেশ নিষিদ্ধ, বিতরণ করা হবে না ভোগও


Odd বাংলা ডেস্ক: করোনা আবহে বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে ২০২০-র দুর্গাপুজো নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর করোনা মোকাবিলায় সাধারণ দর্শনার্থীদেরল বেলুড়মঠের দুর্গাপুজোয় প্রবেশি নিষিদ্ধ করা হল। মঙ্গলবার পুজো নিয়ে বেলুড় মঠের সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিগত কিছু বছর ধরে মন্দির সংলগ্ন মাঠে যেভাবে পুজো চলে আসছে অতিমারি পরিস্থিতিতে এবার আর তেমনটা হবে না। ২০০০ সাল পর্যন্ত যেভাবে মন্দিরেরে ভেতরে দুর্গাপুজো হত, এবারও সেইভাবে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তির সামনে দুর্গাপুজো করা হবে। সেইসঙ্গে মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রনেশের অনুমতি মিলবে না। সেইসঙ্গে মঠের তরফে প্রসাদও বিতরণ করা হবে না।  

তবে অন্যান্যবারের মতো নিয়ম মেনে কুমারী পুজো সম্পন্ন করা হবে। তবে প্রত্যেক বছরের চিরাচরিত যে ছবি যেমন সন্ন্যাসীরা কুমারীকে আসনে এনে বসাতেন, তেমনটা আর হবে না, কুমারীর পরিবারের মানুষরাই কুমারিকে নিয়ে আসবে। সকলের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.