উৎসবের মরশুমের পর আরও বাড়বে করোনা, আগামী ১৪দিনে আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারে ভারত!
Odd বাংলা ডেস্ক: আগের থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা কম হলেও গত ২ মাস ধরে দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বের মধ্যে সবার প্রথমে ছিল ভারত। তবে এখনও দৈনিক সংক্রমণের নিরিখে আমেরিকাকে পিছনে ফেলে শীর্ষে ভারত। আর এর জেরেই করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়ে ফেলতে পারে আমেরিকার পরিসংখ্যানকেও। তাই পর্যাপ্ত সতর্কতা অবলম্বন না করা হলে উৎসবের মরশুম শেষে আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারে ভারত- এমনই উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
দেশের মধ্যে প্রথম সংক্রমণ ছড়িয়েছিল কেরলে। তবে রীতিমতো মডেল গড়ে করোনাকে নিয়ন্ত্রণে এনেছিল কেরল। কিন্তু অগাস্ট মাসে ওনাম উৎসবের পরেই কেরলে সংক্রমণ পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছিল। এরপর ১২৬ শতাংশ বেড়েছে করোনার সংক্রমণ। এথেকে কি শিক্ষা নেবে না অন্যান্য রাজ্যগুলি?
হাতে গোনা আর কয়েকটা দিন পরেই দুর্গাপুজো, নবরাত্রি এবং দশেরা। তারপর রয়েছে দীপাবলী। আর সেই উপলক্ষে এখন থেকেই রাস্তায় চোখে পড়েছে মানুষের ঢল। যার ফলে প্রতিদিনই এরাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দুর্গাপুজোর সময় সতর্ক না হলে পুজোর পরে বাংলায় করোনার সুনামি হতে পারে বলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছেন চিকিৎসকদের একাংশ।
Post a Comment