এই স্থানেই নাকি ঘটেছিল সীতার পাতালপ্রবেশ!

Odd বাংলা ডেস্ক: লঙ্কা থেকে ফিরে তাঁকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল, নিজের পবিত্রতা প্রমাণ করার জন্য। কিন্তু, তার পরেও রাজপ্রাসাদে স্থান হয়নি সীতার। বাল্মিকী মুনির আশ্রমে, এক সাধারণ নারীর মতোই দিন কাটাতে হয় জনকনন্দিনীকে। তারপর আরও একবার অগ্নিপরীক্ষা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় সীতাকে। জানানো হয় তবেই তিনি রাজপ্রাসাদে প্রবেশ করতে পারবেন। 

অপমানিত ও অভিমানিনী সীতা রাজি হননি। তিনি স্মরণ করেন ধরিত্রী মাকে। এবং সকলের সামনেই পাতালপ্রবেশ হয় তাঁর। 

কথিত, সেই পাতাল প্রবেশের স্থান রয়েছে এখনও। ভারতে নয়, পার্শ্ববর্তী দেশ নেপালে। সে দেশের চিতওয়ান জাতীয় উদ্যানের মধ্যেই রয়েছে সেই স্থান। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো নানা ভিডিও থেকে এমন তথ্যই পাওয়া গিয়েছে।  

তমসা নদীর পাড় ঘেঁষেই নাকি ছিল বাল্মিকী মুনির আশ্রম। কিন্তু সেই নদী এখন নেহাতই এক নালার রূপ নিয়েছে। তাকে ‘পূর্ণভদ্রা’ নামেও অভিহিত করা হয়। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.