হাথরাসে নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করবেন রাহুল-প্রিয়াঙ্কা, তার আগেই জারি ১৪৪ ধারা!
Odd বাংলা ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী হাথরাসের ২০ বছরের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। নৃশংস অত্যাচার এবং গণধর্ষণের পর গত মঙ্গলবার মারা যান উত্তরপ্রদশের হাথরাসের নির্যাতিতার, যার ফলে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। কিন্তু রাহুল-প্রিয়াঙ্কার হাথরাস সফরের আগেই জেলায় ১৪৪ধারা জারি করা হল! কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে হাথরাসে একসঙ্গে ৫জনের বেশি মানুষের জড়ো হওয়া নিষিদ্ধ।
হাথরাসের জেলাশাসক পি লস্কর জানিয়েছএন, 'আমাদের কাছে প্রিয়াঙ্কা গান্ধীর সফর সম্পর্কিত কোনও তথ্য নেই। এসআইটি আজ নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবে তবে মিডিয়াকে ঘটনাস্থলে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে না।'
সূত্রের খবর, কংগ্রেসের পাঁচ সদস্যের একটি দল প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে হাথরাসে গণধর্ষণের শিকার হয়ে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন। কংগ্রেসের দলে অক্ষয় মৌর্য, শিবরাম সিং, ঋতু চৌধুরী, প্রমোদ কুমার এবং উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রদীপ নারওয়াল উপস্থিত থাকবেন।
Post a Comment