দেশে প্রতি ১৬ মিনিটে ধর্ষণ! পুরো তথ্য জানলে শিউড়ে উঠবেন..

Oddবাংলা ডেস্ক : হাথরাস ধর্ষণকাণ্ডের পর গোটা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছে। অনেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে পোস্ট করছেন, এই দেশে তারা আদৌ নিরাপদ তো? তবে এই শোরগোলের মাঝেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।  

ন্যাশনল ক্রাইম রেকর্ড ব্যুরোর এক সমীক্ষায় চক্ষু চড়কগাছ সকলের। রিপোর্টে ভারতে নারীদের করুণ দশার তথ্য তুলে ধরা হয়েছে। সেই ভয়াবহ তথ্য জানলে শিউড়ে উঠতে পারেন আপনিও। 

ন্যাশনল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষায় জানানো হয়েছে, দেশে প্রতি ১ দিন ৬ ঘণ্টায় হয় মহিলাদের গণধর্ষণ। শুধু তাই নয়, গণধর্ষণ করে খুন পর্যন্ত করা হয়৷

প্রতি ২ ঘণ্টায় ধর্ষণের চেষ্টা হয় মহিলাদের ওপর৷ আর মহিলারা ধর্ষণের শিকার হন প্রতি ১৬ মিনিটে। শ্লীলতাহানির ঘটনা ঘটে প্রতি ৬ মিনিটে।

অ্যাসিড হামলার মত নৃশংস ঘটনাও কম ঘটে না। সমীক্ষার রিপোর্ট বলছে, প্রতি ২ থেকে ৩ দিনে মহিলাদের ওপর হয় অ্যাসিড আক্রমণ৷

পাচারকারীদের যে রমরমা বেড়েছে তা এই রিপোর্ট থেকেই পরিষ্কার। রিপোর্টে বলা হচ্ছে, দেশে প্রতি ৪ ঘণ্টায় পাচার হন মহিলারা৷ 

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.