উদ্বোধনের ৭২ ঘণ্টার মধ্যেই দুঃসংবাদ! অটল টানেলে দুর্ঘটনায় মৃত ৩


Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক হিমাচলে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল-'অটল রোহটাং টানেল' উদ্বোধনের প্রায় ৭২ ঘন্টা পরে সীমান্ত সড়ক সংস্থা (বর্ডার রোড অর্গানাইজেশন) এবং জেলা কর্তৃপক্ষ এক নয়া উদ্বেগের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীর দ্বারা অটল টানেলের উদ্বোধনের পর থেকেই প্রায় শতাধিক পর্যটক এবং গাড়িচালকরা সদ্য খোলা টানেলটিতে রেসিং-এ নেমেছেন, যার ফলে গত তিনদিনে ৩জনের মৃত্যু হয়েছে। 


অটল টানেলের বিআরও চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার কেপি পুরুষোথামন জানিয়েছেন, প্রধানমন্ত্রী  গত ৩ অক্টোবর টানেলটি উদ্বোধন করার পরে একদিনেই তিনটি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার দৃশ্যগুলি টানেলের অভ্যন্তরে থাকা সিসি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। ট্রাফিক আইনের অবজ্ঞা করে পর্যটক এবং গাড়িচালকরা গাড়ি চালাতে চালাতে সেলফি তুলতে মগ্ন ছিলেন। তিনি আরও বলেন, টানেলের মাঝখানে যে কোনও জায়গায় গাড়িচালকরা তাঁদের গাড়ি পার্ক করতে পারেন না। 
Blogger দ্বারা পরিচালিত.