চিতার থেকেও দ্রুতগামী এই রক্তচোষা! (ভিডিও)

Odd বাংলা ডেস্ক: পৃথিবীর দ্রুততম প্রাণী কি? সকলেই বলবে চিতা। এবং সকলেই ভুল বলবে। চিতার গতিবেগ যেখানে ঘণ্টায় ৬০ কিলোমিটার, এই প্রাণীটির গতিবেগ ঘণ্টায় ৩২০ কিলোমিটার। 

রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স নামক সংস্থাটির জার্নালে প্রকাশিত প্রতিবেদন সন্ধান দিচ্ছে একটি বিশেষ প্রজাতির পিঁপড়ের যার আকস্মিক গতিবেগ টেক্কা দেবে অন্য সকলকে। এর নাম ‘ড্রাকুলা অ্যান্ট’।

অস্ট্রেলিয়া, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রান্তীয় অঞ্চলে ‘ড্রাকুলা অ্যান্ট’ পাওয়া যায়। সমীক্ষায় জানা গিয়েছে এই প্রজাতির পিঁপড়েরা রক্তচোষা। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.