ভুঁড়ি বাড়ছে? অজান্তেই কিন্তু এগিয়ে যাচ্ছেন অকাল মৃত্যুর দিকে!


Odd বাংলা ডেস্ক:  কিছুতেই নিজের পেটকে আয়ত্তে রাখতে পারছেন না? বেড়েই চলেছে ভুঁড়ি? সাবধান! বিপদ কিন্তু ঘনিয়ে আসছে। যার জন্য মৃত্যুর মুখোমুখিও হতে পারেন আপনি। 

‘ব্রিটিশ মেডিকেল জার্নাল’ দি বিএমজে -এ প্রকাশিত একটি প্রতিবেদনে একদল বিজ্ঞানী দাবি করেছেন, মোটা মানুষদের বা যাঁদের অতিরিক্ত ভুঁড়ি রয়েছে, তাঁদের অকাল মৃত্যু ঘটনা অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি। বিভিন্ন বয়সের প্রায় ২৫ লক্ষ মানুষকে নিয়ে পরিচালিত ৭২টিরও বেশি গবেষণাপত্র বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত যে, স্থূলতা বা অতিরিক্ত ভুঁড়ি অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে সরাসরি সম্পর্ক যুক্ত। তাঁদের মতে, অতিরিক্ত ওজন আর স্থূলতার কারণে শরীরে একাধিক রোগ-ব্যাধি বাসা বাঁধে। গবেষকদের দাবি, যাঁদের বিএমআই ২৫ থেকে ৪০ বা তার বেশি, তাঁদের মধ্যেই একাধিক রোগ-ব্যাধি বাসা বাঁধে, বাড়ে অকাল মৃত্যুর ঝুঁকি!


দীর্ঘ গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, শরীরের অতিরিক্ত ওজন, স্থূলতা বা অতিরিক্ত ভুঁড়ির কারণে হৃদযন্ত্র, কিডনি, স্নায়ু-সহ একাধিক সমস্যা মাথা চাড়া দেয়। গবেষণাপত্রগুলি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, স্থূলতার কারণে এমনিতেই একাধিক দীর্ঘস্থায়ী রোগ শরীরে বাসা বাঁধে।অধিকাংশ মোটা মানুষেরই ডায়াবেটিস, কিডনি, হার্ট, উচ্চ রক্তচাপের সমস্যা আগে থেকেই থাকে। ওজন বেশি হলে ফুসফুসের উপর অতিরিক্ত চাপ পড়ে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.