ব্ল্যাকহোল নিয়ে যুগান্তকারী গবেষণা, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে সম্মানিত হলেন ৩ কৃতি
Odd বাংলা ডেস্ক: ঘোষিত হল পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম। এবছর নোবেল পুরস্কারে সম্মানিত হলেন, একাধারে, গ্রেট ব্রিটেনের রজার পেনরোজ, জার্মানির রেইনহার্ড গেনজেল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানড্রেয়া ঘেজ। আজ স্টকহোমে নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান নোবেলজয়ীদের নাম ঘোষণা করেন।
ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর নিয়ে তাঁদের যুগান্তকারী গবেষণার জন্য রজার পেনরোজ। অন্যদিকে ব্রহ্মাণ্ডের কেন্দ্রে বিরাজমান অতিকায় বস্তু আবিষ্কারের জন্য নোবেল পেলেন রেনহার্ড গেনজেল ও আন্দ্রেয়া ঘেজ। নোবেল পুরস্কার স্বরূপ একটি সোনার পদক এবং এক কোটি সুইডিশ ক্রোনর দেওয়া হয়। এক কোটি সুইডিশ ক্রোনরের অর্থমূল্য ১১ লক্ষ ১৮ হাজার আমেরিকান ডলারেরও বেশি।
আরও পড়ুন- সিনেমা হলে ঢোকার আগে নেওয়া হবে আপনার যোগাযোগ নম্বর, এমনই একগুচ্ছ নির্দেশিকা দিল কেন্দ্র
আরও পড়ুন- সিনেমা হলে ঢোকার আগে নেওয়া হবে আপনার যোগাযোগ নম্বর, এমনই একগুচ্ছ নির্দেশিকা দিল কেন্দ্র
সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের স্মৃতিতে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। পদার্থবিদ্যা ছাড়াও মেডিসিন, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিশিষ্ট অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। মেডিসিন বিভাগের পুরস্কার প্রাপকদের নাম গতকাল ঘোষণা করা হয়। আর আজ ঘোষিত হল পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম। বাকি বিভাগগুলির পুরস্কার প্রাপকদের নাম আগামীদিনে ঘোষণা করা হবে।
Post a Comment