সোমবার থেকে খুলছে স্কুল, ৩ ঘণ্টা করে ২টি শিফটে চলবে ক্লাস, তবে কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য


Odd বাংলা ডেস্ক: অমরিন্দর সিং-এর নেতৃত্বাধীন পঞ্জাব সরকার আগামী ১৯ অক্টোবর থেকে কন্টেনমেন্ট জোনের বাইরে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। স্কুলগুলি প্রতিদিন তিন ঘন্টা খোলা থাকবে এবং কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদেরই স্কুলে ডাকা হবে। অন্য কোনও শ্রেণির শিক্ষার্থীরা এই মুহূর্তে স্কুলে আসতে পারবে না না। 

পঞ্জাবের স্কুল শিক্ষামন্ত্রী বিজয় ইন্দের সিংলা জানিয়েছে, যদি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা বেশি হয় এবং সামাজিক দূরত্বের নিয়মগুলি ঠিকভাবে পালন না করা হয়, সেক্ষেত্রে স্কুল প্রধান/ পরিচালন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে, ২টি শিফটে ক্লাস করানো হবে কিনা বা একদিন ছাড়া ছাড়া জোড় বিজোড় পদ্ধতিতে শিক্ষার্থীদের ডাকা হবে কি না। 


তবে এই পরিস্থিতিতে অনলাইন ক্লাস যেমন চলছিল তেমনই চলবে, তবে সকল পড়ুয়াদের জন্য সশরীরে স্কুলে উপস্থিত থাকটা বাধ্যতামুলক করা হবে না বলেও জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী তাই জানিয়েছেন, স্কুলগুলি ইতিমধ্যেই অনলাইনে ক্লাস পরিচালনা করছে এবং কিছু শিক্ষার্থী শারীরিকভাবে স্কুলে এসে পড়াশোনার পরিবর্তে অনলাইনে ক্লাসে পড়াশোনায় বেশি স্বচ্ছন্দ্য বোধ করে, তাদের অনলাইন ক্লাসে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। শিক্ষার্থীরা কেবল পিতামাতার লিখিত সম্মতিতে স্কুলে গিয়ে ক্লাসে যোগ দিতে পারবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.