২ নভেম্বর থেকে রাজ্যে জোড়-বিজোড় পদ্ধতিতে খুলে যাচ্ছে স্কুল, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
রেড্ডি জানান, ৭৫০-র বেশি ছাত্র সংখ্যা রয়েছে যে স্কুলে, সেই স্কুলগুলি প্রতি তিনদিনে একদিন করে খোলার অনুমতি পাবে এবং স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল প্রদান করা হবে। তবে স্কুল কেবলমাত্র সকালের শিফটেই পরিচালিত হতে হবে। মুখ্যমন্ত্রী জানান যে, এই ব্যবস্থাটি কেবলমাত্র নভেম্বর মাসের জন্যই প্রয়োগ করা হবে; এরপর মূল্যায়ণের ভিত্তিতে ডিসেম্বরের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, যেসব শিক্ষার্থী কোভিড-১৯ মহামারীর কারণে স্বশরীরে ক্লাসে অংশ নিতে চান না, তাদের জন্য অনলাইন ক্লাস পরিচালনা করা হবে।
প্রসঙ্গত, গত মার্চ মাসের শেষ থেকে করোনার কারণে লকডাউন ঘোষণা করে দেওয়ার পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল স্কুল-কলেজ। তারপর থেকে অনলাইন ক্লাসের মাধ্যমেই চলছিল পড়াশোনা। তবে এই পরিস্থিতিতে ইতিমধ্যেই পঞ্জাব এবং উত্তরপ্রদেশের সরকারি স্কুলগুলিতে উঁচু ক্লাসের পঠনপাঠন শুরু হয়ে গিয়েছে। অবশেষ মধ্যপ্রদেশ সরকারও পুনরায় স্কুল খোলার কথা ঘোষণা করল।
Post a Comment