হাথরাসের নির্যাতিতার হয়ে বিনা পারিশ্রমিকে মামলা লড়বেন নির্ভয়ার আইনজীবি সীমা কুশওয়া


Odd বাংলা ডেস্ক: নির্ভয়াকে সুবিচার পাইয়ে দিয়েছিলেন যে আইনজীবি, সেই সীমা কুশওয়া এবার এগিয়ে এলেন হাথরাসের নির্যাতিতার পাশে দাঁড়ানোর জন্য। আইনজীবি সীমা সমৃদ্ধি কুশওয়া উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতিতা তরুণীর হয়ে আদালতে সওয়াল করার সিদ্ধান্ত নিয়েছেন সীমা। 

এদিন হাথরাসে পৌঁছে তিনি জানিয়েছেন, শুরুর দিন থেকেই তিনি এই মামলার পর্যবেক্ষণ করেছেন এবং তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গেও দেখা করবেন বলে স্থির করেন। বিশেষ সূত্রে খবর, সুপ্রিম কোর্টের আইনজীবি সীমা হাথরাসের নির্যাতিতা তরুণীর জন্য বিনা পারিশ্রমিকে মামলা লড়বেন। মৃত তরুণীর পরিবারের কাছে থেকে তিনি কোনও টাকা-পয়সাই নেবেন না। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথাও হয়েছে তাঁর। 


প্রসঙ্গত, দিল্লির গণধর্ষণ কাণ্ডে দীর্ঘ আইনি লড়াইয়ের পর চার অপরাধীকে ফাঁসির সাজা পাইয়ে দিয়েছিলেন তিনি। শুরুর দিন থেকেই দিল্লির নির্যাতিতার মা-বাবার পাশে ছিলেন তিনি। আর এই মামলার ভার যদি তিনি নিজের হাতে তুলে নেন, তাহলে এই মামলায় অপরাধীরাও ঠিক শাস্তি পাবেন বলেই মনে করছেন সকলে। 
Blogger দ্বারা পরিচালিত.