কলকাতা বদলে হল আলিনগর! সিরাজের ভয়ে পালাল ইংরেজরা!
Odd বাংলা ডেস্ক: নবাব সিরাজ-উদ-দৌলা। সিরাজের সিংহাসন আরোহণের সময়, ১৫ এপ্রিল ১৭৫৬।সিরাজ সিংহাসনে বসা মাত্রই মুখোমুখি দুই প্রতিপক্ষ। একদিকে সিরাজ উঠেপড়ে লাগলেন ব্রিটিশদের জব্দ করতে। কিছুদিনের মধ্যেই ব্রিটিশ শক্তিকে সমূলে উৎখাত করতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তরুণ নবাব। সঙ্গে বিশাল সেনাবাহিনী।
দিনটা ১৫ জুন, ১৭৫৬। সিরাজের বাহিনীর এসে দাঁড়ালো কলকাতার উপকণ্ঠে। তিনদিন ধরে চলল যুদ্ধ ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধ। শেষ পর্যন্ত ১৮ জুন লালদীঘির যুদ্ধে পরাজিত হল ব্রিটিশ বাহিনী।
পরদিন ভোর হতে না হতেই হুগলি নদীর ঘাট থেকে ছেড়ে গেল ব্রিটিশদের নৌকা। সামান্য কয়েকজন কর্মচারী ছাড়া ইংরেজরা সকলেই কলকাতা ছেড়ে চলে গেলেন। কলকাতা শহর দখল করলেন নবাব। নাম রাখলেন, আলিনগর। প্রিয় দাদুর প্রতি এই ছিল নাতির শ্রদ্ধার্ঘ।
Post a Comment