শারদোৎসবের আনন্দে গা ভাসাবে গোটা বাংলা, আজ মহাষষ্ঠী


Odd বাংলা ডেস্ক:
আজ মহাষষ্ঠী। ঢাকের তালে শুরু হচ্ছে পুজোর আনুষ্ঠানিকতা। করোনা মহামারির কারণে এবারের দুর্গাপূজায় নেই তেমন আমেজ। থিমের জাঁকজমক নেই, মণ্ডপে ভিড় নেই, রাত জেগে ঠাকুর দেখার প্ল্যানও নেই। সবমিলিয়ে মনমরা দুর্গাপুজোয় শুধুই মহামারী থেকে মুক্তির প্রার্থনা চলুক। আজ দুপুরেই শেষ হবে দেবীর ষষ্ঠীবিহিত পূজা। 

সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। জনসমাগম এড়াতে দেওয়া হয়েছে কয়েক দফা নির্দেশনা। গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.