হোটেলের নেতিবাচক রিভিউ লিখে কারাদণ্ডের মুখে পর্যটক

Odd বাংলা ডেস্ক: চলতি বছরের শুরুর দিকে থাইল্যান্ডে গিয়ে একটি হোটেলে থাকেন এক মার্কিন পর্যটক। সে সময় হোটেলের কর্মচারীদের সঙ্গে তাঁর গোলমালের ঘটনা ঘটে। হোটেল ছাড়ার পর তিনি বিভিন্ন ওয়েবসাইটে ওই হোটেল সম্পর্কে নেতিবাচক রিভিউ পোস্ট করতে থাকেন।

এ ঘটনায় ওয়েসলি বার্নস নামের ওই পর্যটকের বিরুদ্ধে মামলা করেছে হোটেল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ওয়েসলি হোটেলের সুনাম ক্ষুণ্ন করছেন। দোষী প্রমাণিত হলে মার্কিন ওই নাগরিকের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ওয়েসলি থাইল্যান্ডে গিয়েছিলেন সি ভিউ রিসোর্ট নামের একটি হোটেলে। তিনি ট্রিপঅ্যাডভাইজরসহ বিভিন্ন প্ল্যাটফর্মে হোটেলটির বিরুদ্ধে ‘আধুনিক যুগের দাসত্বের’ অভিযোগ এনেছিলেন। হোটেল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বার্নস যে পোস্টগুলো দিয়েছিলেন, সেগুলো ‘মনগড়া, মিথ্যা ও দূষিত’। মামলার পর থাইল্যান্ডের পুলিশ বার্নসকে আটক করে। কয়েক রাত কারাগারে কাটানোর পর তিনি জামিনে মুক্তি পান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.