দুধ-জলে আপত্তি নেই, কিন্তু শিবলিঙ্গে হলুদ জল ঢাললে কী হয় জানেন?
Odd বাংলা ডেস্ক: স্বয়ং দেবাদিদেব। ধুতরো ফুল, বেল পাতা আর জলেই তিনি খুশি। তবে অনেকেই বাবার মাথায় জলের বদলে দুধও ঢালেন।
শিবলিঙ্গে অনেকে চন্দনের প্রলেপও লাগিয়ে দেন। তবে শিব পুরাণ মতে, মহাদেব বেশি খুশি হন যদি তাঁকে ভস্ম মাখানো হয়।
কিন্তু এই পুরাণেই রয়েছে এক সতর্কবার্তা। যেখানে বলা হয়েছে যে, শিবলিঙ্গে কখনই হলুদ লাগানো বা হলুদ জল ঢালা উচিত নয়। এর কারণ মূলত দু’টি—
১। পুরাণ মতে, শিবলিঙ্গ আদতে পুরুষ যৌনাঙ্গের প্রতীক। তাঁকে ঠান্ডা রাখতে চন্দন, ভস্ম, দুধ ও জল দিয়ে পুজো করা হয়।
২। হলুদ আদতে সৌন্দর্য্যের উপাদান। যা থেকে মহাদেব শত হস্ত দূরে। তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন। পরনে বাঘছাল, গায়ে ভস্ম মেখেই কাটান। পার্থিব জিনিসের প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই।
Post a Comment