আয়ুর্বেদ-যোগেই কাবু করোনা, মদু উপসর্গ থাকা করোনা রোগীর নয়া প্রোটোকল দিল আয়ুষ মন্ত্রক


Odd বাংলা ডেস্ক: ঈষদ উষ্ণ হলুদ দুধে চুমুক দেওয়া থেকে শুরু করে, প্রতিদিন যোগব্যায়াম করা, অশ্বগন্ধা এবং গুডুচি সেবন করেই দূরে রাখা যায় করোনার ভাইরাসকে। মঙ্গলবার মোদী সরকারের তরফে আয়ুর্বেদিক এবং যোগব্যায়ামই মৃদু উপসর্গ থাকা এবং কোনও লক্ষণ না থাকা করোনা রোগীর চিকিৎসায় কাজ দেবে বলে জানানো হয়েছে। এই মর্মে প্রকাশ করা হয়েছে একটি প্রোটোকলও। 

প্রসঙ্গত, মহামারী শুরুর পর থেকেই আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদের প্রচার করে দাবি করেছে যে, বিকল্প ওষুধও করোনভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। সরকারের প্রকাশিত প্রটোকল অনুসারে, অশ্বগন্ধা, গুডুচি, পিপ্পালি, আয়ুশ ৬৪ ট্যাবলেট বিভিন্ন মাত্রায় ব্যবহার এবং যোগার মাধ্যমেই মৃদু উপসর্গ থাকা মানুষ কোভিডকে প্রতিরোধ করতে পারবেন। 

মন্ত্রণালয়ের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে-
  • নিয়মিত দুধ-হলুদ পান করা
  • পাচন বা কড়া পান করা
  • নাকে ওষধি তেল (ইউকালিপটাস বা জোয়াল তেল) ব্যবহার করা যাতে শ্বাসপ্রশ্বাসের পথে কোনও বাধা না সৃষ্টি হয়।
এছাড়াও- 
  • শারীরিক দূরত্ব মেনে চলা
  • শ্বাসপ্রশ্বাস এবং হাতের হাইজিন মেনে চলা
  • বাইরে বেরলে মাস্ক পরা 
  • পরিমিত শারীরিক অনুশীলন করার পাশাপাশি ৬ থেকে ৮ ঘন্টা পর্যাপ্ত ঘুম হওয়াটাও বাঞ্ছনীয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.