NDA বা UPA, সবার চোখেই ছিলেন আকর্ষনীয় ব্যক্তিত্ব রামবিলাস


Odd বাংলা ডেস্ক: রামবিলাস পাসোয়ানের জন্ম হয়েছিল দলিত পরিবারে। বিহারের খাগরিয়া জেলার শাহারবাণী গ্রামের ভূমিপুত্র ছিলেন তিনি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ রামবিলাস পাসোয়ান আটবার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৭-৭৮ সালে এসসি/এসটি ওয়েলফেয়ার কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৮০-৮৫ পর্যন্ত ডিডিএ উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি। ১৯৮০-৮৫ এবং ১৯৮৯-৯৫ পর্যন্ত দু’দফায় সংসদীয় সরকারি ভাষা কমিটিতে ছিলেন। পাশাপাশি, ১৯৯১-১৯৯৬ পর্যন্ত এআইএমএস-এর উপদেষ্টা কমিটির সদস্য নিযুক্ত হন। এছাড়া, ১৯৯৮-৯৯ টানা আদালত এবং জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৯-২০১০ সালের জুলাই পর্যন্ত ভারত-ত্রিনিদাদ ও টোবাগো সংসদীয় মিত্র গোষ্ঠীর তিনি ছিলেন সক্রিয় সদস্য। ২০০২-এ শ্রী বিলাস বিচারশক্তির সভাপতির পদ অলংকৃত করেন। NDA হোক বা UPA সমস্ত ক্ষেত্রেই তিনি থেকেছেন সক্রিয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.