পুজোয় ভাসবে শহর! ষষ্ঠী থেকে অষ্টমী কলকাতা-সহ-দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা
Odd বাংলা ডেস্ক: করোনা আবহে দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কারণ করোনা পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে যদি মানুষের জমায়েত বাড়ে তাহলে করোনাকে আর হয়তো নিয়ন্ত্রণ করা যাবে না। আর এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, দুর্গাপুজোর সময় বৃষ্টিতে ভাসবে কলকাতা-সব দক্ষিণবঙ্গ।
প্রসঙ্গত, নিয়ম অনুসারে, ১৪ অক্টোবর তারিখে দক্ষিণবঙ্গ থেকে বর্ষার বিদায় নেওয়ার কথা। কিন্তু বঙ্গোপসাগরের ওপর একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ার কারণে পুজোর আগে বর্ষা বিদায় নেবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। যার জেরে পুজোর সময় ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৯ তারিখ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে। নিম্নচাপের অভিমুখ হতে পারে ওড়িশা-অন্ধ্র উপকূল। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ থেকে ২০ অক্টোবর প্রাক পুজো পর্যায়ে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। এরপর ২১ থেকে ২৬ অক্টোবর উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে, দক্ষিণবঙ্গে ২২, ২৩, ২৪, অর্থাৎ, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টি হবে।
Post a Comment