রাস্তায় শবদেহ দেখলে যদি এই ৫টি কাজ করেন, তাহলে আপনি হবেন পুণ্যবান

Odd বাংলা ডেস্ক: শবযাত্রা নিয়ে মানুষের বহু সংস্কার রয়েছে। জেনে নিন, শবযাত্রার সময়ে যে চারটি কাজ করলে পুণ্যবান হবেন আপনি-

  • চোখের সামনে দিয়ে শবযাত্রা গেলে দাঁড়িয়ে পড়ুন। প্রথমে শবযাত্রাটিকে এগিয়ে যেতে দিন। তার পর ভগবানের উদ্দেশে মৃত ব্যক্তির আত্মার শান্তির কামনা করুন।
  • শবদেহ দেখলে মনে মনে রামনাম জপ করুন। তুলসীদাসের ‘রামচরিতমানস’ অনুসারে, রামনাম জপ করলে ভগবান শিব প্রসন্ন হন। 
  • শিবপুরাণে বলা হয়েছে, মৃত্যুর পরে আত্মা পরমাত্মা অর্থাৎ শিবের দেহে বিলীন হয়ে যায়। সেই জন্যই শবদেহ দেখলে রামনাম জপ করতে বলা হয়। 
  • শবযাত্রার সামনে পড়ে গেলে মৌন থাকতে হয়। গাড়ি বা বাইকে থাকলে অযথা হর্ন বাজানো উচিত নয়। মৃত ব্যক্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শিত হয় নীরবতাতেই।
  • সনাতন হিন্দু ধর্ম অনুসারে, শবযাত্রায় অংশ নেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। শবদেহ নিয়ে যাওয়ার সময়ে কাঁধ দিলে পুণ্যলাভ হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.