অক্টোবরে পাঁচবার বৃহস্পতি-শুক্র-শনি, পুরো মাসের এক তৃতীয়াংশই ছুটি

Odd বাংলা ডেস্ক: চলছে অক্টোবর মাস। গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের দশম মাস এটি। এ মাসে মোট ৩১ দিন এবং এটি ৩১ দিনে মাস হওয়া সাতটি মাসের মধ্যে ষষ্ঠ। মজার ব্যাপার হলো, ৩১ দিনের পুরো মাসটিতে মোট পাঁচবার করে আসবে বৃহস্পতি,শুক্র ও শনিবার। সে হিসেবে মাসের ১৫ দিনই কেটে যাবে এই বৃহস্পতি, শুক্র ও শনিবারে। 

তার মানে শুক্র-শনি মিলিয়ে ৩১ দিনের পুরো এই মাসটিতে এক-তৃতীয়াংশ দিনই থাকবে সরকারি ছুটি। ছুটি গুলোর মধ্যে দশ দিনই থাকবে শুক্র ও শনিবার। এছাড়াও এ মাসে রয়েছে দূর্গা-পূজা ও ঈদে মিলাদুন্নবীর ছুটি। এর আগে সেপ্টেম্বরে দুইটি মজার তারিখ ছিলো। তা হলো, ‘১৯-০৯-২০’ এবং ‘২০-০৯-২০২০’। 

পুরো তারিখটা কারো মুখে শুনলে মনে হবে ‘উনিশ নয় বিশ’ এবং ‘বিশ নয় বিশ’ তারিখ। যা শুনতে অনেকটা কনফিউজিং! উল্লেখ্য, অক্টোবর আনুমানিক খ্রিস্টপূর্ব ৭৫০ অব্দে রোমুলুসের পুরনো বর্ষপঞ্জির অষ্টম মাস। এই মাসের নামটি লাতিন ও গ্রিক অক্তো (ôctō) থেকে নেয়া হয়েছে, যার অর্থ অষ্টম। পরবর্তী কালে জানুয়ারি ও ফেব্রুয়ারি বর্ষপঞ্জিতে যুক্ত করা হয়। যার ফলে এটি দশম মাসে পরিণত হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.