চুইংগামে নিষেধাজ্ঞা! আইন ভাঙলেই লক্ষাধিক টাকা জরিমানা
পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে সেসময় জানানো হয়। সরকারি এই নিয়ম ভঙ্গ করলেই গুনতে হত মোটা অঙ্কের জরিমানা। চুইংগাম বিক্রির জরিমানা কেবল এক লাখ ডলার ধরা হয়েছিল।
১৯৯২ সাল থেকেই সিঙ্গাপুরে এই আইন প্রচলিত। তখন থেকেই এটি কেনাবেচা ও খাওয়া নিষিদ্ধ। করোনাকালীনও নিষেধাজ্ঞার তোপে পড়তে হয়েছে চুইংগামকে।
এছাড়া দীর্ঘদিন ধরে রাতের বেলায় চুইংগাম চিবানোতে একরকম পরোক্ষ নিষেধাজ্ঞা আছে তুরস্কে। সেখানকার অনেক নাগরিক ভাবেন, রাতে চুইংগাম চিবানোর মানে নাকি মানুষের মাংস চিবানো! দীর্ঘদিন ধরেই এই কুসংস্কার চলে আসছে দেশটিতে। তবে এই কুসংস্কারের গোড়ার কথা কী? তার রহস্য আজও ভেদ হয়নি।
Post a Comment