কালীঘাট মন্দিরে প্রবেশ করতে হলে মানতেই হবে এই নিয়ম
Oddবাংলা ডেস্ক : করোনার জেরে লকডাউন। তার জেরে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত মন্দিরের দরজা। কালীঘাটও তার ব্যতিক্রম ছিল না। মন্দিরের পাশাপাশি বন্ধ ছিল মন্দির লাগোয়া সমস্ত দোকানপাঠ। দর্শনার্থী থেকে পূজারী, স্তব্ধ হয়ে গিয়েছিল সকলের আনাগোনা। তবে লকডাউন শিথিল হতেই খুলে যায় কালীঘাট মন্দির।
এবার ১ অক্টোবর থেকে কালীঘাট মন্দির দর্শনের নিয়ম অনেকটাই শিথিল হচ্ছে । ফুল,মালা, প্রসাদের বাক্স স্য়ানিটাইজ করে মন্দিরে প্রবেশ করা যাবে । পুজোর সময়সীমাও বাড়ছে ।
মন্দিরের কর্তৃপক্ষের তরফে এবিষয়ে বৈঠক হয় । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, সকাল ৬টা থেকে দুপুর ১টা। এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত কালীঘাটে পুজো দিতে পারবেন দর্শনার্থীরা । কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালীমন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র । মন্দিরে প্রবেশের সময়সীমা বাড়ানোয় দর্শনার্থীরা যে খুশি হবেন তা বলা যেতেই পারে। কেননা কালীঘাটের আনন্দময়ী মা'ই যে দুঃসময়ে এগিয়ে আসেন| সঙ্কটের কালো মেঘ যতক্ষণ না কাটে ততক্ষণই মা শক্তি প্রদান করেন, যাতে জীবনে সুখ শান্তি একই সঙ্গে বাস করে।
Post a Comment