বড়সড় নাশকতার ছক বানচাল, দিল্লিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার সন্দেহভাজন ২ জইশ জঙ্গি
Odd বাংলা ডেস্ক: বেশ বড়সড় একটি সন্ত্রাসবাদী হামলা থেকে রেহাই পেল দিল্লি। অভিযান চালিয়ে বড় নাশকতার ছক বানচাল করে দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। সোমবার রাতে দুই সন্ত্রাসবাদীকে দিল্লির সারাইকাল অঞ্চলের মিলেনিয়াম পার্কের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, দুই সন্ত্রাসবাদী জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তারা দুজনেই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।
দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ২টি সেমি অটোমেটিক পিস্তল, দশ রাউন্ড গুলি। দিল্লির স্পেশাল সেলের ডেপুটি কমিশনার অব পুলিশ সঞ্জীব যাদব জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়েই সোমবার রাতে মিলেনিয়াম পার্ক ও সারাইকালে খানের কাছে জাল বিস্তার করা হয়। এরপর দুজনকেই সনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত দুজন বারামুলা জেলার ২২ বছরের আব্দুল লতিফ মীর ও কুপওয়ারা জেলার ২০ বছরের মহম্মদ আসরফ খাটানা।
গোটা ঘটনা নিয়ে এখনও পুলিশ মুখ না খুললেও দুই সন্ত্রাসবাদীর গ্রেফতারের ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন।
Post a Comment