২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদের ১০ বছরের জেল!
এর আগে ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার অভিযোগে জামাত-উল-দাওয়া প্রধান হাফিজ সঈদ এবং তার সগযোগীদের ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। প্রসঙ্গত, মুম্বই হামলার এই মূল চক্রীর বিরুদ্ধে অনেক আগেই সমস্ত সন্ত্রাসবাদী তথ্যপ্রমাণ ইসলামাবাদের হাতে তুলে দিয়েছিল কেন্দ্র। কিন্তু পাকিস্তান তাতে বেশি কর্নপাত করেনি। কিন্তু আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জের থেকে 'আন্তর্জাতিক জঙ্গি' তকমা পেয়েছিল হাফিজ।
বর্তমানে লাহোরের কোট লাখপত জেলে রয়েছে সে। সূত্রের খবর, লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত হাফিজ-সহ জামাত উদ দাওয়ার মোট ৪ নেতাকে কারাদণ্ডে দণ্ডিত করেছে। হাফিজ ছাড়াও জাফর ইকবাল এবং ইয়াহিয়া মুজাহিদ নামে তার ২ সহযোগীকে মোট সাড়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া হাফিজের শ্যালক আব্দুল রহমান মক্কিকে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
Post a Comment