স্কুল খোলার ৩ দিনের মধ্যে এই রাজ্যে করোনা আক্রান্ত ২৬২ শিক্ষার্থী এবং ১৬০ জন শিক্ষক!


Odd বাংলা ডেস্ক: গত ২ নভেম্বর থেকে অন্ধ্রপ্রদেশে খুলে দেওয়া হয়েছিল স্কুল। সেইমতো নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করেছিল। আর তারপর থেকে এখনও পর্যন্ত ২৬২ জন শিক্ষার্থী এবং ১৬০ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে। 

স্কুলশিক্ষা কমিশনার ভি চিন্না বীরভদ্রুদু জানিয়েছেন, যে বিদ্যালয়ে যোগদানকারী মোট শিক্ষার্থীর নিরিখে যতজন করোনায় আক্রান্ত হয়েছে সেই সংখ্যাটা ততটাই উদ্বেগজনক নয়। তিনি আরও যোগ করেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ সুরক্ষা প্রোটোকল রয়েছে কিনা, তা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সারা দেশে হত ২৪ ঘণ্টার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ। যার ফলে সারা দেশের করোনা আক্রান্তের মোট সংখ্যাটা গিয়ে দাঁড়াল ৮.৩ মিলিয়নে। পাশাপাশি গত ১ দিনে সারা দেশে করোনায় মত্যু হয়েছে ৭০০-এরও বেশি মানুষের, যার ফলে মোট সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩১৫ জনের। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.