বিয়ের এমন কিছু আচার-অনুষ্ঠান, যা হিন্দু এবং মুসলিম ধর্মে একইরকম


Odd বাংলা ডেস্ক: হিন্দু এবং মুসলিমদের বিয়ের কিছু রীতি-নীতিতে কিছু কিছু মিল রয়েছে, জানতেন কী? না জানলে জেনে নিন কোন কোন ক্ষেত্রে মিল রয়েছে।

মেহেন্দির অনুষ্ঠান— হিন্দু এবং মুসলিম বিয়েতে বিয়ের কনেরা সকলেই বিয়ের সময় এই মেহেন্দি অনুষ্ঠান পালন করে থাকেন।

গায়ে হলুদ— হিন্দু ও মুসলিমদের ক্ষেত্রে বিয়ের আগে কনের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়ে থাকে। 

হিন্দু ও মুসলিম বিবাহে বরেরা ব্যান্ড বাজা বাজিয়ে বিয়ে করতে আসেন। 

বিদায়ী- কনে বিদায়কে হিন্দুদের ক্ষেত্রে বিদায়, মুসলিমদের রুকসত— দুই আচারেই বাপের বাড়ি থেকে কন্যা বিদায় নেয় স্বজলচক্ষে। 

হিন্দুদের বউভাত, মুসলিমদের ওয়ালিমা— এই দুই আচারের অর্থই শ্বশুরবাড়িতে নববধূর ঘরে আসার আনন্দে ভুরিভোজ এবং সকলে একসঙ্গে হওয়া  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.