দেড় মাসের লড়াইয়ের অবসান! প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: দীর্ঘ ৪০ দিনের লড়াই অবসান! প্রয়াত হলেন বাংলা ছায়াছবির উজ্জ্বলতম নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৫ নভেম্বর বেলা ১২.১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্রবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। 

মাল্টিঅর্গান ফেইলিওর হয়েছিল তাঁর। আজ সকালেই তাঁর অবস্থার আরও অবনতি হয়। কাজ করছিল না মস্তিষ্কের স্নায়ু। আজ সকাল থেকে চিকিৎসকরা আর কোনও আশা দেখতা পাচ্ছিলেন না। মস্তিষ্কের স্নায়ুর কোনও ওয়েভ বা স্নায়ু সচলতার মাত্রা হিসেবে কোনও তরঙ্গ মিলছিল না। অবশেষে হার মাললেন তিনি!

গত ৬ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু চিকিৎসায় সাড়া দিয়ে করোনার কবল থেকে সুস্থও হয়ে ওঠেন তিনি। করা হয় প্লাজমা থেরাপিও। পাশাপাশি চলছিল তাঁর মিউজিক থেরাপিও।  সেই মিউজিক থেরাপিতে চোখ মেলে তাকিয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। 

আজ সকালে হাসপাতাল সূত্রে খবর,  গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী সৌমিত্রবাবুর মস্তিষ্কের স্নায়ুর সূচক ৪-এরও নিচে। তখনই মনে করা হয়েছিল তাহলে কি মস্তিষ্কের স্নায়ু অচল হয়ে গিয়েছে? চিকিৎসকরা জানিয়েছেন, আশ্চর্যজনক কিছু না ঘটলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। আর ফেরা হল না তাঁর। অপরাজিত অপু আজ পরাজয় স্বীকার করলেন মৃত্যুর কাছে।  মিন্টেপার্কের বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.