বাড়ল বঙ্গ-বিজেপির ক্ষমতা, রাতের অন্ধকারে হঠাৎ অমিত শাহ হাজির শোভনের কাছে

Odd বাংলা ডেস্ক: তিনি গোঁসা করেছিলেন। তাই কেন্দ্রীয় নেতারা তাঁর বাড়ি গিয়েছিলেন। সেদিনের রাতের বৈঠকে বরফ গলেনি। তখন প্রশ্ন উঠেছিল, তাহলে কী কানন আবার ঘাসফুলে?‌ কিন্তু সঠিক সময়েই যেন কাননে পদ্ম ফুটল। হ্যাঁ, তিনি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। 

পদ্ম শিবিরে যোগদানের প্রায় ১৪ মাস পরে ফের বিজেপি–তে সক্রিয় হয়ে ওঠার পথে শোভন চট্টোপাধ্যায়–বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ–সফর। এটা ঠিক ছিল না। অর্থাৎ এই কর্মসূচি তালিকায় ছিল না স্বরাষ্ট্রমন্ত্রীর। হঠাৎ বৃহস্পতিবার রাতে কলকাতায় অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন শোভন–বৈশাখী। 

কিছুদিন আগে পর্যন্ত যেভাবে নরেন্দ্র মোদী, অমিত, জেপি নাড্ডাদের একাধিক কর্মসূচি এড়িয়ে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র, তাতে এই নৈশবৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ তিনি যে পদ্মেই থাকছেন সেই বার্তা দিয়ে দেওয়া হল কোনও কথা খরচ না করেই। আর তিনি নেতা হিসাবে অমিত শাহকেই মানেন, রাজ্য নেতাদের নয় তাও স্পষ্ট করে দিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.