অদম্য দেশপ্রেম আর নেতাজীর প্রতি শ্রদ্ধা থেকে লক্ষাধিক টাকা ব্যয়ে নেতাজীর মূর্তি স্থাপন করলেন অটোচালক


Odd বাংলা ডেস্ক:
দেশের প্রতি ভালবাসা এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার যে নমুনা সারা ভারতবর্ষে সাম্প্রতিক অতীতে পাওয়া গিয়েছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। নেতা মন্ত্রীরাও রাজনৈতিক নেতাদের নিয়ে নানা প্রহসন করে থাকেন, যার নজির বিভিন্ন সময় দেখা যায়। কিন্তু সত্যিকারের দেশপ্রেম কাকে বলে তা প্রমাণ করলেন একজন অটোচালক। নিজের সমস্ত উপার্জন দিয়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি তৈরি করেছএন উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাটের অটোচালক অজয় কুণ্ডু। 

অটো চালিয়ে যা আয় হত, সেখান থেকে যা আয় হত, তা থেকেই কিছু কিছু করে টাকা জমিয়ে রাখতেন তিনি। আর সেই  টাকা দিয়েই বসিরহাটের ইছামতী ব্রিজের কাছে ১৩ ফুট উচ্চতা এবং ৫ ফুট চওড়া একটি মূর্তি তৈরি করেছেন তিনি।  এতে তাঁর খরচ পড়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি অদম্য টান থেকেই এই মূর্তি তৈরি করেছেন তিনি। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছেলেবেলা থেকেই বিভিন্ন জায়গায় নেতাজীর মূর্তি দেখে অণুপ্রাণিত হতেন তিনি। আর সেই থেকেই স্বপ্ন দেখতেন যে, নিজেও একদিন নেতাজীর মূর্তি স্থাপন করবেন। গত ৫ বছর ধরে এজন্য টাকা জমিয়ে আসছেন তিনি। চেয়েছিলেন বসিরহাটেই এই মূর্তি স্থাপন করতে। তাঁর এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন বসিরহাটের মানুষজন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.