মার্কিন নির্বাচনে জয়লাভ করবেন ডোনাল্ড ট্রাম্প, ভবিষ্যদ্বাণী করলেন এক ভারতীয় জ্যোতিষী
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা অধুনা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষ কার দখলে যাবে হোয়াইট হাউস, তা জানতে সকলের চোখ একন মার্কিন নির্বাচনের দিকে। কিন্তু কে জিতবেন নির্বাচন, তার আগাম পূর্বাভাস দিলেন এক ভারতীয় জ্যোতিষী।
শিল্পপতি আনন্দ মহিন্দ্রা একটি টুইট করে এক জ্যোতিষীর করা পূর্বাভাস শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রপতির পদে বহাল থাকবেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে জো বাইডেনের। তবে জ্যোতিষির পরিচয় তিনি প্রকাশ করেননি।
আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই পোস্ট কার্যত হাতে হাতে ঘুরছে নেট নাগরিকদের। তাঁর শেয়ার করা টুইটে দেখা যাচ্ছে, রীতিমতো অঙ্ক কষে, গ্রহ-নক্ষত্র বিচার করে আগাম ভোটের ফলাফল ভবিষ্যতবাণী করা হয়েছে। এমনকি কত ভোটের ব্যবধানে ট্রাম্প জয়লাভ করবেন তা-ও বলা হয়েছে! নিজের পূর্বাভাসে জ্যোতিষী দাবি করেন ডোনাল্ড ট্রাম্প অন্তত ৪ লক্ষ ভোটের ব্যবধানে এবং সর্বাধিক ৯ লক্ষ ভোটের ব্য়বধানে জিতবেন। আর এই ভবিষ্যদ্বাণী সত্যি হবে কি না, তা জানা এখন কেবল সময়ের অপেক্ষা।This astrologer’s forecast was doing the messaging circuit last week. (Have concealed the name & address for the sake of privacy) If President Trump retains office, this astrologer will be rather popular, to put it mildly. 😊 pic.twitter.com/m2H4jFRBQ3
— anand mahindra (@anandmahindra) November 4, 2020
Post a Comment