করোনা মহামারীর দ্বিতীয় স্রোতে জেরবার মহারাষ্ট্র! তবে কি ফের লকডাউনের পথে বাণিজ্য নগরী?


Odd বাংলা ডেস্ক: উৎসবের মরশুমে ফের বাড়বাড়ন্ত করোনার সংক্রমণ, আর সেইকারণে ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে বাণিজ্য় নগরী, এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এদিন বলেন, রাজ্যে নতুন করে লকডাউন করা হবে কি না সেবিষয়ে আগামী ৮-১০ দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

করোনা সুনামির জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্রের নাসিকের স্কুলগুলি আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন অজিত পওয়ার জানান, দিওয়ালির সময় প্রচুর জমায়েত লক্ষ্য করা গিয়েছে। এমনকি তার আগে গণেশ চতুর্থীর সময়েও যথেষ্ট ভিড় নজরে এসেছিল। এবিষয়ে তাঁরা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলছেন এবং আগামী ৮-১০দিন গোটা বিষয়টি পর্যালোচনা করে তারপর ফের লকডাউন করা হবে কি না, সেবিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে। 

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ পর্যবেক্ষণ করে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই পুণে, ঔরঙ্গবাদ-সহ বেশ কয়েকটি জেলায় স্কুল পুনরায় চালু করার বিষয়টি স্থগিত রাখা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.