দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ, বাজার-হাট বন্ধ করতে কেন্দ্রের অনুমতি চাইলেন কেজরিওয়াল
Odd বাংলা ডেস্ক: দিল্লিতে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। আর এই পরিস্থিতিতে নতুন করে কি লকডাউনের কথা ভাবছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল? কারণ এই কঠিন পরিস্থিতিতে করোনা রুখতে তিনি প্রথমেই যে সিদ্ধান্তে উপনীত হওয়ার কথা ভাবছেন, তা হল বাজার বন্ধ করে দেওয়া।
কারণ একবার করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে বাজারহাটগুলিই করোনার হটস্পটে পরিণত হতে পারে। তাই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগে থেকে সতর্ক হতে চাইছে দিল্লি সরকার। আর এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রের কাছ থেকে অনুমতি চেয়েছেন কেজরিওয়াল।
এছাড়াও করোনা পরিস্থিতিতে বিয়েবাড়ির মতো অনুষ্ঠানবাড়িগুলিতে নিমন্ত্রিতের সংখ্যা কমিয়ে এনে ফের ৫০-এ নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। একটি অনলাইন সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানিয়েছেন, রাজধানীতে যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেহেতু দিল্লি সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে যে, যাতে প্রয়োজন পড়লে সরকারের তরফে কিছুদিনের জন্য বাজারগুলি বন্ধ করে দেওয়া হয়। কারণ সবচেয়ে বেশি সামাজিক দূরত্ববিধি লঙ্ঘিত হচ্ছে সেখানেই, সেহেতু এগুলি খুব শীঘ্রই করোনা হটস্পটে পরিণত হতে পারে।
Post a Comment